New Release
Easy Method Of Spoken English
ইংরেজিকে বলা হয় আন্তর্জাতিক ভাষা, যার ফলে আমাদের দেশেও ইংরেজি ভাষাটির গুরুত্ব অনেক। তাই আমাদের প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি শ্রেণীতেই ইংরেজি পড়তে হয়। কিন্তু আমাদের প্রচলিত নিয়মে ইংরেজিকে জানা কিংবা ব্যাবহার করা অনেকটাই কঠিন। দেশের প্রচলিত নিয়মে ইংরেজি গ্রামারকে অধিক গুরুত্ব দেয়ার ফলে আমরা সহজে ইংরেজি বলতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা ইংরেজি বুজতে পারলেও প্রকাশ করতে পারিনা।
গ্রামারের গুরুত্ব ইংরেজিতে অস্বীকার করার উপায় নেই আর আমরাও গ্রামারকে এড়িয়ে গিয়ে ইংরেজি সঠকভাবে জানতে পারবনা। তবে আমাদের কৌশলগুলো আপনাকে দূর করে দিবে গ্রামারের জটিলতায় না গিয়েও কিভাবে সহজভাবে ইংরেজি বলতে পারা যায়। যার ফলস্বরূপ আমরা নিয়েছি ইংরেজিকে সহজবোধ্য করার প্রয়োজনীয় পদক্ষেপ।
Best Selling Courses
লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস কাভার করা হবে ফাইনাল পরীক্ষার আগেই।