বইটিকে সকলের বোঝার সুবিধার্থে সহজবোধ্য ও আকর্ষণীয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। যারা বাংলা ও ইংরেজি রিডিং পড়তে পারে তারা যেন বইটি পড়তে ও বুঝতে পারে সেদিকে গুরুত্ব দেয়া হয়েছে। আমরা আশা করি বইটি সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই সহজবোধ্য ও পাঠযোগ্য হবে।
বইটিতে ইংরেজি লেখার সাথে সাথে ব্র্যাকেটের মধ্যে ইংরেজি বাক্যর বাংলা উচ্চারণ লিখে দেয়া হয়েছে এবং = চিহ্নর পরে বাংলা অর্থ লিখে দেয়া হয়েছে। যেমনঃ English book (ইংলিশ বুক) = ইংরেজি বই। এখানে English book হচ্ছে ইংরেজি বাক্য এবং ব্রাকেটে (ইংলিশ বুক) হচ্ছে উচ্চারণ এবং সমান চিহ্নর পর আছে অর্থ। এভাবেই বইতে ইংরেজি বাক্য, বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ লেখা হয়েছে।
আমাদের পক্ষ থেকে বইয়ের পাঠকের প্রতি অনুরোধ থাকবে বইটি শুরু থেকে পড়ার জন্য। কারন আমাদের বইয়ের প্রায় সবগুলো অধ্যায়ের পড়াই আগের অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত। আগের অধ্যায়ের পড়া না বুঝে পরের অধ্যায় পড়তে যাবেন না প্রয়োজনে একই পড়া বার বার পড়ুন যাতে না বুঝে পরের অধ্যায়ে না যেতে হয়। আপনার উচিত হবে বইটির নিয়মগুলোকে প্রথম থেকে খুবই গুরুত্বের সাথে পড়া যাতে পরের পড়া বুঝতে কোন রকম সমস্যা না হয়।
কোন কিছু লিখে বুঝানোর জন্য অনেক সময় অনেক বিষয় আলোচনা করার প্রয়োজন হয় তাই প্রথমে কিছুটা জটিল মনে হতে পারে। তবে আমরা বিশ্বাস করি আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকলে প্রতিটি বিষয় সুন্দরভাবে বুঝতে পারবেন। কারন আমরা প্রতিটি বিষয় গুরুত্বের সাথে আলোচনা করেছি আর পর্যাপ্ত উদাহরণ দিয়েছি। আমরা উদাহরণগুলো দিয়ে আপনাদেরকে নিয়মটিকে সহজভাবে বুঝাতে চেষ্টা করেছি।
বইটিকে প্রথম থেকে পড়া শুরু করলেও আমরা আপনাকে বলব বইয়ের শেষের অংশে থাকা List Of Verbs অধ্যায় থেকে প্রতিদিন কমপক্ষে ৫ টি করে Verb অর্থসহ মুখস্থ করুন। আপনাকে ইংরেজি বাক্য তৈরি করার নিয়ম জানার সাথে সাথে পর্যাপ্ত পরিমানে Vocabulary বা শব্দভান্ডার জানতে হবে। আর Vocabulary যেহেতু খুব অল্প সময়ে পড়ে মুখস্থ রাখা কঠিন তাই নিয়মিত পড়ুন।